আরব আমিরাতে সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরব আমিরাতে সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা














করোনা ঠেকাতে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

শুধু মসজিদ নয়, সোমবার (১৬ মার্চ) থেকে দেশটির সব ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তাই আপাতত কোনো মসজিদ বা গির্জায় প্রার্থনা করা যাবে না।

আরব আমিরাতে এখন পর্যন্ত ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন, বাকিদের চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই