ইনফিনিক্স স্মার্টফোন ক্রয়ে ‘ক্যাশব্যাক’ অফার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনফিনিক্স স্মার্টফোন ক্রয়ে ‘ক্যাশব্যাক’ অফার


বছর শেষে এক দারুণ এক অফার নিয়ে এসেছে ইনফিনিক্স। চীনভিত্তিক কোম্পানির স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাওয়ার সুযোগ। ২১ ডিসেম্বর শুরু হয়ে অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


অফার চলাকালীন হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনে ক্রেতারা ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারটি উপভোগ করতে পারবে। অফারের বিজয়ী একটি ইনফিনিক্স হট ১২ আই পুরস্কার হিসেবে জিতে নিতে পারবে। প্রতিদিন একটি হট ১২ আই জেতার সুযোগ থাকবে, যা সঙ্গে সঙ্গেই বিজয়ীর হাতে তুলে দেয়া হবে।


ক্যাম্পেইন চলাকালীন ইনফিনিক্সের ক্রেতারা পাবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেয়ার সুযোগ। এর জন্য তাদের ইনফিনিক্স হট ১২ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনতে হবে। অংশগ্রহণকারীদের প্রত্যেকেই নিশ্চিতভাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অথবা ‘ক্যাশব্যাক’ পাবে। লটারির মাধ্যমে বিজয়ীদের ভাগ্য নির্ধারিত হবে।


ইনফিনিক্স হট ১২ সিরিজের ফোন কেনার পর ক্রেতাদের ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে ক্রেতারা দুটি অফারের যেকোনো একটির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। দোকানে এসএমএসটি দেখানোর মাধ্যমে ক্রেতারা অফারটি জিতে নিতে পারবে।


ইনফিনিক্সের সব দোকানেই এ অফার চালু আছে। গ্রাহকদের শুধু সঠিক ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। সব ইনফিনিক্স শপে ওই এসএমএস ফরম্যাট পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই