প্রধানমন্ত্রীর সঙ্গে গুতেরেস-জিমের সাক্ষাৎ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে গুতেরেস-জিমের সাক্ষাৎ



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোববার সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বিশ্ব সংস্থার এই দুই প্রধানকে স্বাগত জানান। পরে তাদেরকে নিয়ে যৌথ বৈঠকে বসেন বাংলাদেশ সরকার প্রধান।



বৈঠকে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বিষয়ে এক আলোচনায় অংশ নেবেন দুই সংস্থা প্রধান।


TE

কোন মন্তব্য নেই