৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাইলফলক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাইলফলক

বিশাল জনসংখ্যার দেশ চীন। ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বিশাল।

চায়না ইন্টারনেট নেওয়ার্ক ইনফরমেশন সেন্টারের প্রকাশিত একটি রিপোর্টে দেখা গেছে, দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ২০ লাখ। এর মধ্যে এ বছরের প্রথম ছয় মাসে ব্যবহারকারী বেড়েছে ২৯.৬৮ মিলিয়ন।


রিপোর্টে বলা হয়েছে, প্রথমবারের মতো চীনে ইন্টারনেট ব্যবহারকারী নাগরিকের সংখ্যা ৮০ কোটির মাইলফলকে পৌঁছেছে। যা জাপান, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারী সম্মিলিত জনসংখ্যার তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি ৫০ লাখ, যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি।

চীনে শতকরা ৯৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যার মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৮৮ মিলিয়ন।

চীনের নাগরিকরা ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফিক্সের মতো জনপ্রিয় সাইটগুলো ব্যবহার করতে পারে না। সরকারের তথাকথিত সেন্সরশিপ নীতির কারণে নাগরিকরা স্থানীয় অ্যাপগুলো ব্যবহারে বাধ্য।

তথ্যসূত্র : সিনেট

কোন মন্তব্য নেই