জাপানে ভূমিকম্পে নিহত ৯ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপানে ভূমিকম্পে নিহত ৯



জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইডোতে ৬. মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টা ৮ মিনিটে হোক্কাইডোতে এ ভূমিকম্প হয় বলে জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

জাপানের গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর ১২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর থেকে হোক্কাইডোর প্রায় ত্রিশ লাখ বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিমানবন্দর বন্ধ থাকায় সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই