বান্দরবানে পর্যটক ধর্ষণের অভিযোগ চালক গ্রেফতার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বান্দরবানে পর্যটক ধর্ষণের অভিযোগ চালক গ্রেফতার

বান্দরবানে পর্যটক ধর্ষণের অভিযোগে মো. রাসেল (২৬) নামে এক ট্যুরিস্ট গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গত রোববার বিকালে কক্সবাজারের চকরিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামের লোহাগাড়া থেকে ঢাকার একবন্ধুর সাথে গত ২৬ ফেব্রুয়ারি রাতে বান্দরবান বেড়াতে আসেন এক নারী পর্যটক। দর্শনীয় কয়েকটি স্থান ভ্রমণের পর নারী পর্যটককে বাইরে রেখে পর্যটক বন্ধুটি রেস্টুরেন্টে নাস্তা আনতে যায়। এসময় গাড়ি চালক রাসেল তার বন্ধুকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে নারী পর্যটককে বান্দরবানের মেঘলার পর্যটন মোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে নিয়ে নারীকে ধর্ষণ করে অভিযুক্ত চালক।

পরে নারী পর্যটক বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা করে। এ ঘটনায় পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর কক্সবাজারের চকরিয়া থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালক রাসেলকে চকরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই