ভারত-পাকিস্তানকে পরমাণু শক্তিধর মানি না চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারত-পাকিস্তানকে পরমাণু শক্তিধর মানি না চীন

ভারত ও পাকিস্তান যখন আবার এক উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি ঠিক তখনই চীন স্মরণ করিয়ে দিল, দেশ দুটি পরমাণু শক্তি ক্লাবের স্বীকৃত বৈধ সদস্য নয়। চীন তাদের সেরকম স্বীকৃতি দেয়নি।



চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এ মন্তব্য করেছেন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, উত্তর কোরিয়াকেও পরমাণু শক্তিধর হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা তাদের নেই। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। 

লু ক্যাং বলেন, ‘চীন কখনই ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তির দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এই ব্যাপারে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি।’

যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত পরমাণু শক্তিধর হিসেবে একধরনের বৈধতা অর্জন করেছিল। কিন্তু চীনের আপত্তির কারণে তা স্থগিত হয়ে যায়।

চীনের এমন মন্তব্য এমন সময় আসলো যখন দক্ষিণ এশিয়ার দেশ দুটি যুদ্ধের মুখোমুখি হয়ে পড়েছে বলে বিশ্ব আশঙ্কা করছে।

এরই মধ্যে দেশ দুটির মধ্যে অনানুষ্ঠানিক আকাশযুদ্ধ হয়েছে। পাকিস্তানের হাতে ভারতের এক বৈমানিক আটক হয়েছিল। শুক্রবার তাকে মুক্তি দিয়েছে পাকিস্তান।



চীন দীর্ঘদিন ধরেই ৪৮ সদস্যের নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে (এসএসজি) ভারতের প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়ে আসছে। তাদের যুক্তি, নয়াদিল্লি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি।

কোন মন্তব্য নেই