বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ


বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের এ জরিপে বাংলাদেশ ছিল ১১৫তম সুখী দেশ। এবার ১০ ধাপ পিছিয়ে ১২৫-এ অবস্থান নিয়েছে। বাংলাদেশের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে আছে ভারত। দেশটি এবার সাত ধাপ পিছিয়ে ১৩০তম অবস্থানে। আর তালিকাতে শ্রীলঙ্কা আছে ১৪০তম সুখী দেশ হিসেবে। তবে পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। তারা ৬৭তম অবস্থানে।
এছাড়া ভুটান ৯৫তম, নেপাল ১০০তম।

প্রতিবছরই জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। বুধবার বিশ্ব সুখী দিবস উপলক্ষে সুখী-অসুখী দেশের ২০১৯ সালের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এ তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। আর তালিকাটিতে সবচেয়ে অসুখী বা সুখী দেশের একদম তলানিতে অবস্থান করছে দক্ষিণ সুদান।
বিশ্বের ১৫৬টি দেশের জনগণের আয়, স্বাধীনতা, বিশ্বাস, গড় আয়ুর সম্ভাব্যতা, সামাজিক সহায়তা এবং উদারতা- এই ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে সুখী দেশের তালিকা করে জাতিসংঘ। এসব দেশের ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ শেষ এবারের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই