বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন



ওয়েলিংটনে সকাল থেকেই বৃষ্টি। যেটি টানা চলল দুপুর পর্যন্ত। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে। 

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার টসই হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল তিনটায় মাঠ পর্যবেক্ষণে নামার পরপরই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত।

ওয়েলিংটনে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে শুরু হয় বৃষ্টি। টস হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটা)। কিন্তু তখনো বৃষ্টির বেগ ছিল প্রবল। মাঠের অনেকটা অংশজুড়েই জমে থাকতে দেখা যায় পানি।

দুপুরের পর অবশ্য বৃষ্টি থেমে গিয়েছিল। কিন্তু মাঠে পানি জমে থাকায় খেলার উপযুক্ত ছিল না মোটেই। শেষ পর্যন্ত তাই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।



দুই দলের কোনো ক্রিকেটারই এদিন মাঠে আসেননি। বাংলাদেশের কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট অবশ্য মাঠে এসেছিলেন।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

কোন মন্তব্য নেই