রাজশাহী ব্যাংক এশিয়া শাখায় প্রতারণার চেষ্টায় প্রতারক আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহী ব্যাংক এশিয়া শাখায় প্রতারণার চেষ্টায় প্রতারক আটক



রাজশাহী ব্যাংক এশিয়া শাখায় প্রতারণা করার সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ। যোশরের ডাক্তার এসবে বসুর নামে প্রতারণার চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ব্যাংক এশিয়া রাজশাহী শাখার ম্যানেজার ফিরোজ কবীর জানান, ওই ব্যক্তি নিজেকে ডাক্তার এসকে বসু পরিচয় দিয়ে রাজশাহীতে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করতে চান। পাশাপাশি তিনি ব্যাংক এশিয়া রাজশাহী শাখায় ১০০ কোটি টাকা এফডিআর করতে চান। পাশাপাশি নানা সুবিধা দাবি করেন।


তবে বিষয়টি নিয়ে সন্দেহ হয় ম্যানেজারের। বিষয়টি নিয়ে তিনি চ্যালেঞ্জ করলে ওই প্রতারক নানাভাবে অসংলগ্ন কথা বলতে থাকেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই