আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের পরিবারের সদস্যদের গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।





অধ্যাপক আনু মুহাম্মদ জানান, এদিন সকাল ১০টায় +৯১৮০১৭৮২২৭২৫ নাম্বার থেকে একটি ফোন আসে। এসময় কলকাতায় তার ‘ছোট ভাইদের’ ‘চিকিৎসা’র জন্য টাকা দাবি করা হয়।

তিনি বলেন, সুব্রত বাইনের পরিচয়ে টাকা চাইলে আমি টাকা দেবো না বলে জানিয়ে দেই। এরপর আমাকে বলা হয়, আপনিতো খিলগাঁও এলাকায় থাকেন। কিভাবে টাকা আদায় করতে হয় আমরা জানি।



থানায় জিডি বা কোনো অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো জিডি করিনি। এর আগেও একাধিকবার হুমকি পেয়ে জিডি করে কোনো প্রতিকার পাইনি। পুলিশ উল্টো আমাকে সাবধানে থাকতে বলেছে। তাই জিডি’র উপর আস্থা হারিয়ে ফেলেছি। তবে নিয়মরক্ষার জন্য জিডি করবো।

কোন মন্তব্য নেই