প্রকাশ্যেই আদালতে আসামিকে ছুরি মেরে হত্যা
কুমিল্লার জজ আদালতে প্রকাশ্যে এক আসামি আরেক আসামিকে ছুরি মেরে হত্যা করেছে। সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, নিহত ফারুক (২৮) এবং হামলাকারী হাসান দুইজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। একটি মামলার শুনানি হাজিরা দিতে মনোহরগঞ্জ থেকে তারা আদালতে এসেছিলেন।
এই আদালতের পিপি জহিরুল ইসলাম সেলিম জানান, আদালত কক্ষে ছুরিকাহত ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফারুকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে আছে বলে জানিয়েছে ওসি।

কোন মন্তব্য নেই