ডেঙ্গুতে দুই জনের মৃত্যু
খুলনা ও বরিশালে আজও ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, দেশের অধিকাংশ জেলায় কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে জনমনে আতঙ্ক কাটেনি।
মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ নামে এক ব্যক্তি মারা যান। চিকিৎসকরা জানান, আশঙ্কাজনক অবস্থায় সোমবার সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। তার বাড়ি যশোরের বাঘারপাড়ায়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মঙ্গলবার মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী সদরের জৈনকাঠি গ্রামে। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে আনা হয়। এ নিয়ে বরিশালে মারা গেলেন ১০ জন।
যশোরে গত এক সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন ৫১ জন। সব মিলিয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন ১৭৫ জন।
সাতক্ষীরায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার এ সংখ্যা ছিলো ১২। আক্রান্তের সংখ্যা কমে আসায় আতঙ্ক কিছুটা কমতে শুরু করেছে। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছেন ৪৩ জন।
ঝিনাইদহে ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে। তবে এখনও আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছেন কেউ না কেউ। জ্বর হলেই আতঙ্কিত না হয়ে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।
কোন মন্তব্য নেই