ইউরোপীয় পণ্যে ৭৫০ কোটি ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপীয় পণ্যে ৭৫০ কোটি ডলার শুল্কারোপ যুক্তরাষ্ট্রের





২০০৪ সালে এয়ারবাস কোম্পানির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এয়ারবাসকে কম সুদে ঋণ দেওয়া হয়েছে যা অবৈধ রাষ্ট্রীয় ভর্তুকি। বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পক্ষে রায় দেয়।

রায়ের পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে ১ হাজার ১০০ কোটি ডলার মূল্যের শুল্কারোপ করতে চেয়েছিল। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা তা ৭৫০ কোটি ডলারে নিয়ে আসে। এরপরও এটাই বিশ্ব বাণিজ্য সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় শাস্তির ঘটনা।



ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্কারোপের হুমকি দেওয়া হয়েছে।

এই শুল্কারোপ কার্যকর হতে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি কমিটির অনুমোদন প্রয়োজন হবে। তবে এই শুল্কারোপ বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিবিসি।


কোন মন্তব্য নেই