দ্বিতীয় দিন রাজধানীতে ৭৯ টি মামলা, সোয়া লাখ টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দ্বিতীয় দিন রাজধানীতে ৭৯ টি মামলা, সোয়া লাখ টাকা জরিমানা

নতুন সড়ক আইন বাস্তবায়নে আসছে নানামুখি প্রতিক্রিয়া। কেউ ইতিবাচক হিসেবে দেখলেও, কারো কাছে আইন ধরা দিচ্ছে জরিমানার অংকে। আজও রাজধানীর বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। তল্লাশি থেকে বাদ যায়নি সরকারি পরিবহনও।
কার্যকর ঘোষণার দুই সপ্তাহ পর নতুন সড়ক আইন বাস্তবায়নে রাজপথে প্রশাসন। দ্বিতীয় দিনের মতো রাজধানীর সাতটি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

মোটরসাইকেল, বাস, প্রাইভেটকার সবই ছিলো তল্লাশির আওতায়। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়, বিপণীবিতান বন্ধ থাকায় গাড়ির চাপ কিছুটা কম থাকলেও, ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে অনেকেই চাপে পড়ে যান।

সরকারি পরিবহন বিআরটিসির বাসও চোখ এড়ায়নি আদালতের। তবে, বাস মালিক শ্রমিকদের অভিযোগ, বারবার আবেদন করেও তারা পান না প্রয়োজনীয় লাইসেন্স।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে রাজধানীতে কিছুটা কম ছিলো গণপরিবহন। কাগজপত্রের সমস্যা থাকায় ব্যক্তিগত গাড়িও রাস্তায় নেমেছে কম।

নতুন সড়ক আইন কার্যকরের দ্বিতীয় দিন রাজধানীতে ৭৯ টি মামলা হয়েছে; জরিমানা করা হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার টাকা।

কোন মন্তব্য নেই