অধীর চৌধুরীর গাড়ি আটকাল পুলিশ, হেঁটেই গেলেন সাংসদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অধীর চৌধুরীর গাড়ি আটকাল পুলিশ, হেঁটেই গেলেন সাংসদ







অধীর চৌধুরীর গাড়ি আটকাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। হেঁটেই সংসদে ঢুকতে হয় তাঁকে।

বিজয় চৌক-এ তাঁর গাড়ী আটকে দেয় দিল্লি পুলিশ,তারা বলেন গাড়ী পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না।

জানা গিয়েছে, দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ পার্লামেন্টে যাচ্ছিলেন অধীর চৌধুরী। সেই সময় বিজয় চৌকে তাঁর গাড়ি আটকে দেয় দিল্লি পুলিশ। বলা হয়, গাড়ি পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না।

কারণ জানতে চাইলে দিল্লি পুলিশ বলে যে “স্টিকার বৈধ নয়। ২০২০-র স্টিকার চাই”। সাংসদের স্টিকারও লাগানো ছিল তাঁর গাড়িতে। কংগ্রেসের দাবি, ২০১৯- লোকসভার বিজ্ঞপ্তিতেও দেওয়া আছে ২০১৯-এর স্টিকার ৩১শে মার্চ ২০২০ পর্যন্ত বৈধ।






এরপর লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেস সাংসদ গুরজিত সিং অজলা হেঁটেই পার্লামেন্টে পৌঁছন।

এদিকে এদিনই, সংসদে হট্টগোল ও অধ্যক্ষকে অবমাননার অভিযোগে কংগ্রেসের ৭ সাংসদকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গৌরব গগৈ-সহ ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার অধ্যক্ষ। চলতি অধিবেশনের বাকি পর্বগুলিতে আর লোকসভায় থাকতে পারবেন না ওই ৭ সাংসদ।

লের ৭ সাংসদ সাসপেন্ড হওয়ায় অধ্যক্ষের সমালোচনায় সরব হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর। কেন্দ্রকে দুষে তিনি বলেন, ‘কেন্দ্র গাজোয়ারি মনোভাব চালাচ্ছে। আমিও কেন্দ্রের আচরণের বিরোধিতা করে সরব হয়েছি। আমাকে কেন সাসপেন্ড করা হল না? সঙ্গত কারণ ছাড়াই ৭ সাংসদকে সাসপেন্ড করা হল। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

সুত্র : কলকাতা ২৪x৭

কোন মন্তব্য নেই