ইতালিতে আরো সাহায্য পাঠাচ্ছে চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালিতে আরো সাহায্য পাঠাচ্ছে চীন














ইতালিতে করোনা ভাইরাস মোকাবিলায় আরো বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সারঞ্জাম পাঠাচ্ছে চীন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী জুসেপ কন্তেকে ফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা জানিয়েছেন।

চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, করোনাভাইরাসটি উভয় দেশের জন্য একটি ‘কঠিন’ পরীক্ষা। চীন করোনাভাইরাসের বিস্তার নিয়ে ইতালির ‘জরুরি উদ্বেগ’ও স্বীকার করে।

স্টেট কাউন্সিলের ইনফোরমেশন অফিস এ বিষয়টি জানিয়েছে।

চীনের বাইরে ইতালিতে করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং ইউরোপে করোনাভাইরাসের প্রকোপের কেন্দ্রস্থল হচ্ছে দেশটি।

প্রাণঘাতী করোনাভাইরাসে সোমবার ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ১৫৮ জনে দাঁড়ালো। এটি চীনের বাইরে ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০ জন। চার দিন আগেও দেশটিতে আক্রান্ত ছিল ১৫ হাজার ১১৩ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৯ জন। এছাড়া গত দুই দিনেই দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে সাত শ'র বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারস সূত্রে, এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বে এক লাখ ৮২ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা সাত হাজার ১৭১ জন। আর সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৮৮৩ জন।

সূত্র : আলজাজিরা

কোন মন্তব্য নেই