করোনা আতংকে ইতালিতে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনা আতংকে ইতালিতে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা







বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে ইতালিতে সব স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকারে দেখা দেয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত মহামারী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ইতালিতে ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৫০০-এর বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব ১৩ দিন আগে শুরু হয়েছিল।






সূত্র জানায়, স্কুল বন্ধের প্রক্রিয়া মার্চ মাসের মাঝামাঝি চলবে। করোনাভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন উত্তরাঞ্চলে সব ধরনের খেলা বাতিল করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কোন মন্তব্য নেই