ড্রাম, আর ড্রামের মধ্যে বসে আছে মাস্ক পরা মানুষ। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ড্রাম, আর ড্রামের মধ্যে বসে আছে মাস্ক পরা মানুষ।















একটি পিকআপ ভ্যানের ভেতর অনেকগুলো ড্রাম, আর ড্রামের মধ্যে বসে আছে মাস্ক পরা মানুষ। এমনভাবে বসে আছে তারা বাইরে থেকে বোঝার উপায় নাই; মনে হবে মাছ ভর্তি ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বা গতকাল পাটুরিয়া ফেরি থেকে পিকআপটি নামার সময় ফেরির ওপর থেকে কেউ একজন ছবিটি তুলেছেন।

আজ সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে লন্ডন প্রবাসী সিদ্দিকী নাজমুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই দুইটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, 'পাটুরিয়া ফেরিঘাট! রিয়েলি? রিয়েলি? কিছু বলার নাই।'

গতকাল 'চাকরি বাঁচাতে' কর্মস্থলমুখী মানুষের ঢল ঢল নেমেছিল পাটুরিয়া ফেরি ঘাট এলাকায়। ভিড় ঠাসাঠাসিতে চরম স্বাস্থ্যঝুঁকির শঙ্কা নিয়েও অনেকেই কর্ম এলাকায় ফিরেছে।








এদিকে আজ থেকে করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে চলমান দুর্যোগময় পরিস্থিতিতে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানীকে কেন্দ্র করে মানুষের আগমন-বহির্গমন ঠেকাতে কঠোর হতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারী।

কোন মন্তব্য নেই