আবারো দুঃসংবাদ
করোনায় মৃত্যপুরী বিশ্ব। সেখানে যারা সেরে উঠছে প্রাণঘাতী এই ভাইরাস থেকে তারা নিশ্চই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায়ে ব্যস্ত। কিন্তু কোভিড নাইনটিন শরীর ছেড়েছে ভেবে নির্ভার থাকার উপায় নেই। জল-জ্যান্ত প্রমাণ তার আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা।
আর্জেন্টাইন ফুটবল স্টার দিবালা আর তার বান্ধবী ২য় বার করোনা আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে সংক্রমণের পরীক্ষায় আবারও পজিটিভ এসেছে তাদের।
মার্চের মাঝামাঝি করোনায় ইতালিয়ান লিগ বন্ধ হওয়ার পর প্রথমে নির্দেশ মেনে যান কোয়ারেন্টিনে। পরে করোনা টেস্টে পজিটিভ আসে দুই জনেরই।
য়্যুভেনতাস তারকা একাই নন ২য় বারের মতো করোনা পজেটিভ তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও।
২১শে মার্চ প্রথমবার শরীরে করোনাভাইরাসের উপস্থিত নিশ্চিত হন দিবাল আর তার গার্ল ফ্রেন্ড। এরপর কোয়ারিন্টিনে ছিলেন তারা। ৫ দিন আগে দিবালা দিলেন সুখবর- সুস্থ হয়ে উঠেছেন তারা।
তবে দিন তিনেক না পেরুতেই আবারো বড় দুঃসংবাদ। দ্যা সানকে দেয়া স্বাক্ষাতকারে এবার খবরটা জানান সাবাতিনি।
বলেন, "নতুন তথ্য দিতে এসেছি আপনাদের, কারণ অনেকেই আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছেন। তিন দিন আগে আমরা আবারও কোভিড পরীক্ষা করাই। সেবার ফলাফল নেগেটিভ আসলো। কিন্তু গতকাল সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবারও আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।"
শরীরে করোনা নেই ভেবে একেবারেই নিশ্চিন্তে থাকা যাবে না। হুশিয়ারি দিয়েছেন সাবাতিনি। বলেছেন, "আমি জানি না কী কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না আমাদের ফল নেগেটিভ কেন আসল, পজিটিভই বা কেন আসল। আমার মনে হয় কেউ যদি মনে করেন তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গিয়েছেন, তার আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করার দরকার শতভাগ নিশ্চিত হওয়ার জন্য।"
আর্জেন্টাইন ফুটবল স্টার দিবালা আর তার বান্ধবী ২য় বার করোনা আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে সংক্রমণের পরীক্ষায় আবারও পজিটিভ এসেছে তাদের।
মার্চের মাঝামাঝি করোনায় ইতালিয়ান লিগ বন্ধ হওয়ার পর প্রথমে নির্দেশ মেনে যান কোয়ারেন্টিনে। পরে করোনা টেস্টে পজিটিভ আসে দুই জনেরই।
য়্যুভেনতাস তারকা একাই নন ২য় বারের মতো করোনা পজেটিভ তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও।
২১শে মার্চ প্রথমবার শরীরে করোনাভাইরাসের উপস্থিত নিশ্চিত হন দিবাল আর তার গার্ল ফ্রেন্ড। এরপর কোয়ারিন্টিনে ছিলেন তারা। ৫ দিন আগে দিবালা দিলেন সুখবর- সুস্থ হয়ে উঠেছেন তারা।
তবে দিন তিনেক না পেরুতেই আবারো বড় দুঃসংবাদ। দ্যা সানকে দেয়া স্বাক্ষাতকারে এবার খবরটা জানান সাবাতিনি।
বলেন, "নতুন তথ্য দিতে এসেছি আপনাদের, কারণ অনেকেই আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছেন। তিন দিন আগে আমরা আবারও কোভিড পরীক্ষা করাই। সেবার ফলাফল নেগেটিভ আসলো। কিন্তু গতকাল সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করাতে গিয়ে আবারও আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।"
শরীরে করোনা নেই ভেবে একেবারেই নিশ্চিন্তে থাকা যাবে না। হুশিয়ারি দিয়েছেন সাবাতিনি। বলেছেন, "আমি জানি না কী কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না আমাদের ফল নেগেটিভ কেন আসল, পজিটিভই বা কেন আসল। আমার মনে হয় কেউ যদি মনে করেন তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গিয়েছেন, তার আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করার দরকার শতভাগ নিশ্চিত হওয়ার জন্য।"
কোন মন্তব্য নেই