যশোর বোর্ডে অভিভাবকের মোবাইল নম্বরে দেয়া হবে এসএসসির ফলাফল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যশোর বোর্ডে অভিভাবকের মোবাইল নম্বরে দেয়া হবে এসএসসির ফলাফল












যশোর শিক্ষা বোর্ডের এবারের এসএসসির ফলাফল দেয়া হবে পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে। রোববার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।

বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

সেখানে বলা হয়, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে।

এ জন্য সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জরুরি প্রয়োজন। আগামী ৩০ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর প্রদান করার জন্য সকল প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো।




কোন মন্তব্য নেই