লিবিয়ার সরকারি সেনাদের গুলিতে বিদ্রোহীদের ৩ জঙ্গিবিমান ভূপাতিত
লিবিয়ার সরকারি সেনারা বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের অন্তত তিনটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনারা শুক্রবার রুশ নির্মিত তিনটি সুখোই-২২ যুদ্ধবিমান ভূপাতিত করে। এছাড়া, লিবিয়ার সেনারা হাফতারের অনুগত গেরিলাদের কয়েকটি ট্যাংক, কামান, সাঁজোয়া যান এবং বেশকিছু ভারী কিছু অস্ত্র ধ্বংস করেছে।
এর একদিন আগে লিবিয়ার সেনারা হাফতার অনুগত গেরিলাদের অন্তত তিনটি জ্বালানি ট্যাংকার ধ্বংস করে। এসব ট্যাংকার বিদ্রোহী গেরিলাদের জ্বালানি তেল সরবরাহের জন্য রাজধানী ত্রিপোলির দক্ষিণে যাচ্ছিল।
লিবিয়ার সরকারি সেনারা জানিয়েছে, তারা ওই দিন উপকূলীয় শহর সিত্রের কাছাকাছি এলাকায় বিদ্রোহীদের একটি গোলা-বারুদের গুদাম এবং দশটি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
এছাড়া, সিত্রে এলাকায় সরকারি বিমানবাহিনীর হামলায় অন্তত ২০ গেরিলা নিহত হয়েছে।-পার্সটুডে
কোন মন্তব্য নেই