জুম ব্যবহারের হিড়িকে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুম ব্যবহারের হিড়িকে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি









করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী কর্মীরা অফিসের কাজ বাসায় বসে করছেন। কাজের সমন্বয়, আলাপ ও বৈঠকের জন্য ভিডিও কনফারেন্সিং সেবা জুমের ব্যবহার রেকর্ড পরিমাণ বেড়েছে।বিপত্তি অবশ্য অন্য জায়গায়। আচমকা কয়েকশ’ গুণ বেড়ে যাওয়ায় সেবাদাতারা ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তা দিতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।ব্যবহারকারী বেড়ে যাওয়ায় সব দিক সামাল দেওয়ার সক্ষমতা জুমের আদৌ আছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।দ্য ইন্টারসেপ্ট সম্প্রতি এক প্রতিবেদনে ফাঁস হওয়া জুমের অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে নিরাপত্তা ত্রুটির বিষয়টি উঠে এসেছে। ব্যবহারকারীদের পরিচয় ও ঠিকানার গোপনীয়তা কতটুকু রক্ষা হবে, এ নিয়ে শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।জুম ইনস্টল করা থাকলে এর সঙ্গে একটি গোপন ওয়েব সার্ভারের সঙ্গে সংযোগ হয়। তাই এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে মনে করছেন সাইবার নিরাপত্তা গবেষক জনাথন লেইথসুহ।বিষয়টি জুম কর্তৃপক্ষ এখনও খোলাসা করেনি।

সূত্র : ইন্টারনেট






কোন মন্তব্য নেই