এনু-রুপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ নভেম্বর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এনু-রুপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ নভেম্বর





অর্থ পাচার মামলায় `ক্যাসিনো ব্রাদার’ পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ারসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।


আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত মামলার অভিযোগ পত্র আমলে নিয়ে এ দিন ধার্য করেন।


এ মামলার এনু-রুপন দুই ভাই বাদে অন্য আসামিরা হলেন,

হারুন উর রশিদ অরফে হারুন, শেখ সানি মোস্তফা, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম, জয় গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূইয়া, রফিকুল হক ভূইয়া, মেরাজুল হক ভূইয়া।


এর আগে গত ২২ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুলের বন্ধু হারুন-উর-রশিদের শরৎগুপ্ত রোডের বাসা থেকে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পরের দিন ২৫ সেপ্টেম্বর গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে অর্থ পাচার আইনের এ মামলা করা হয়।


উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ভোরে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় এনু-রুপনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২টি জমির দলিল, পাঁচটি গাড়ির কাগজপত্র ও ৯১টি ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল জব্দ করা হয়।



কোন মন্তব্য নেই