ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় আনন্দিত অ্যাপলের প্রধান নির্বাহী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় আনন্দিত অ্যাপলের প্রধান নির্বাহী




মার্কিন জায়ান্ট আইটি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানালেন, ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় তিনি দারুণ খুশি । বাসায় বসে বা অফিসে সরেজমিনে না থেকেও কাজ করার নতুন যে দক্ষতা সবার মধ্যে তৈরি হয়েছে, তাতে তিনি আনন্দিত। -ফরচুন ডটকম

সোমবার অ্যাটলান্টিক ফেস্টিভালে দেয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, অ্যাপল আগের অবস্থায় পুরোপুরি চলে যাবে, তা আমি বিশ্বাস করি না।

মহামারির এই সময়ে ভার্চুয়ালি কাজ করার যে দক্ষতা আমরা তৈরি করেছি তা ভবিষ্যতে কাজে লাগাবো। টিম কুক বলেন, ১০ থেকে ১৫ শতাংশ কর্মী অফিসে ফিরতে শুরু করেছেন। আগামী বছরের মধ্যে সিলিকন ভ্যালির নতুন অফিসে বেশিরভাগ কর্মী কাজে ফিরবেন বলে আশা করছি।



কোন মন্তব্য নেই