ইরানকে অস্ত্র বিক্রি নিয়ে রাশিয়া ও চীনকে হুঁশিয়ারি পম্পেওর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানকে অস্ত্র বিক্রি নিয়ে রাশিয়া ও চীনকে হুঁশিয়ারি পম্পেওর




 মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি করার ব্যাপারে চীন ও রাশিয়াকে সতর্ক করেছেন। মঙ্গলবার মার্কিন দৈনিক ‘ওয়াশিংটন এক্সামিনার’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


পম্পেও ফের ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি করে বলেছেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ওই দুই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় চীন ও রাশিয়াকে হুমকি দিলেন যখন তার দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ রাষ্ট্রসংঘের সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চায়।


তবে তিন ইউরোপীয় দেশসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি একযোগে জানিয়েছে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল করার অধিকার ওয়াশিংটনের নেই।


মাইক পম্পেও তার সাক্ষাৎকারে ইরানের পরমাণু সমঝোতার বিষয় ইউরোপীয় দেশগুলির নীতির সমালোচনা করেন এবং এ ব্যাপারে ওয়াশিংটনকে সঙ্গ না দেওয়ার জন্য ইউরোপের নিন্দা করেন।



কোন মন্তব্য নেই