অবশেষে বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের বাড়ি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবশেষে বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের বাড়ি



 

দুনিয়া কাঁপানো প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের বাড়ি অবশেষে বিক্রি হয়ে গেল।

আর বাড়িটি কিনেছেন তারই সাবেক এক বন্ধু রন বার্কেল।

তার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ‘দি নেভারল্যান্ড র‍্যাঞ্চ’ নামের বাড়িটির আয়তন প্রায় দুই হাজার সাতশ একর।


 



দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাড়িটির দাম ১০০ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ৮শ’ কোটি টাকা চাওয়া হলেও শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ২২ মিলিয়ন ডলার বা ১৮৬ কোটি টাকায়।  


পপ সম্রাটের এই বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য তালিকাভুক্ত করে দাম চাওয়া হয়েছিল দশ কোটি ডলার।




১৯৮৭ সালে মাইকেল জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলার দিয়ে বাড়িটি কিনেছিলেন। এটা শুধু বাড়ি ছিল না। মাইকেল জ্যাকসন এটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন। এর মধ্যে চিড়িয়াখানা এবং মেলার জায়গাও আছে।  



তবে ৯০ ও এর পরবর্তী দশকে এই বাড়িতে থাকতেই জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির কয়েকটি অভিযোগ ওঠে। মাইকেল জ্যাকসর মৃত্যুর পরে নেভারল্যান্ডের নতুন নামকরণ হয় সিকামোর ভ্যালি র‌্যাঞ্চ হিসেবে এবং এরপর ব্যাপক সংস্কার করা হয়।



কোন মন্তব্য নেই