বিকেলে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিকেলে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস




আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: বিজিআইসি, স্টাইল ক্রাফট, ইস্টার্ন কেবলস, ফু-ওয়াং ফুড, আইটি কনসালটেন্টস এবং কাশেম ইন্ডাস্ট্রিজ।


কোম্পানিগুলোর মধ্যে বিজিআইসির বিকাল ৩টায়, স্টাইল ক্রাফটের বিকাল ৩টায়, ইস্টার্ন কেবলসের বিকাল ৩টায়, ফু-ওয়াং ফুডের বিকাল ৩টায়, আইটি কনসালটেন্টসের বিকাল ৩টায় এবং কাশেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা দুপুর ২.৪৫টায় অনুষ্ঠিত হবে।


কোম্পানিগুলোর মধ্যে বিজিআইসির বোর্ড সভায় লভ্যাংশ এবং স্টাইল ক্রাফট, ইস্টার্ন কেবলস, ফু-ওয়াং ফুড, আইটি কনসালটেন্টস ও কাশেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।


কোন মন্তব্য নেই