কানাডায় ট্রাক হামলায় নিহত মুসলিমদের জানাজা শেষে দাফন সম্পন্ন
কানাডার জাতীয় পতাকায় আবৃত ট্রাকহামলায় নিহত একই পরিবারের চারজন মুসলিমের মৃতদেহ। তাদেরকে শেষ বিদায় দিতে শনিবার জানাজায় শরিক হয়েছিলেন শোকার্ত কয়েক শত মানুষ। সাউথওয়েস্ট অন্টারিওতে ইসলামিক সেন্টারে তাদের জানাজা হয়। এ সময় ধর্মীয় এবং স্থানীয় নেতারা তাদের প্রতি শোক, শ্রদ্ধা প্রকাশ করেন। উল্লেখ্য, গত রোববার এক ব্যক্তি পিকআপ ট্রাক নিয়ে ঘৃণাপ্রসূত হামলা চালায় ওই পরিবারটির সদস্যদের ওপর। তারা সন্ধ্যায় হাঁটতে বের হলে সে তাদের ওপর ট্রাক উঠিয়ে দেয়। এতে নিহত হন পরিবারটির চারজন সদস্য। রক্ষা পায় ৯ বছর বয়সী একটি বালক।
বর্তমানে সে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এ হামলার জন্য ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের তরফ থেকে একে ঘৃণাপ্রসূত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এ হামলার নিন্দা জানিয়ে কানাডার পার্লামেন্টে বিতর্ক হয়েছে। একে পূর্বপরিকল্পিত বলে আখ্যায়িত করেছে পুলিশ। বলেছে, ওই পরিবারটি ইসলামে বিশ্বাসী বলে এমন হামলা চালানো হয়েছে। শনিবার নিহতদের জানাজা শেষে ব্যক্তিগত উদ্যোগে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজায় সমবেতদের উদ্দেশে কানাডায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার রাজা বশির তারার বলেছেন, কানাডার চমৎকার জাতীয় পতাকায় মোড়ানো পতাকা বলে দিচ্ছে নিহতদের সঙ্গে আছে পুরো কানাডিয়ান জাতি। উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে পাকিস্তান থেকে এই পরিবারটি কানাডায় পাড়ি জমায়।
কোন মন্তব্য নেই