সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯টির বা ৫২.২৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বারাকা পতেঙ্গা পাওয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৪০.১৩ শতাংশ। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে জিপিএই ইস্পাতের ৩৩.৭৮ শতাংশ, বীকন ফার্মার ৩৩.২৯ শতাংশ, ফু-ওয়াং সিরামেকের ২৯.৪৭ শতাংশ, পিপলস্ ইন্সুরেন্সের ২৬.৬২ শতাংশ, এএফসি এগ্রোর ২১.৬৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২০.৭০ শতাংশ, রহিমা ফুডের ১৯.৮৯ শতাংশ, ই-জেনারেশনের ১৯.৭৭ শতাংশ এবং সেন্ট্রাল ইন্সুরেন্সের ১৬.৪৫ শতাংশ।

কোন মন্তব্য নেই