আজ দুই কোম্পানির লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের লেনদেন আজ বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য নির্ধারিত রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল কোম্পানি দুটির লেনদেন পুনরায় চালু হবে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স।
কোন মন্তব্য নেই