পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে


আগের দিন নতুন উচ্চতার রেকর্ড গড়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ওইদিন প্রতিষ্ঠানটি ৬ হাজার ৪২৪ পয়েন্টে উঠে রেকর্ড করেছিল। রেকর্ড করার পরের দিন আজ সংশোধনে ফিরেছে পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে।


আজ ডিএসইএক্স সূচকটি ২০.১৮ পয়েন্ট কমে ৬৪০৪.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৯০.২৬ পয়েন্টে এবং ২৩২২.৭৩ পয়েন্টে।


আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৭৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির বা ২৯.৬৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৯টির বা ৬১.২৩ শতাংশের এবং ৩৪টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩২.২১ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই