রাশিয়ার আদালতে গুগলের জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ার আদালতে গুগলের জরিমানা

 

নিয়ম ভাঙায় জরিমানার মুখে পড়তে হলো গুগলকে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় সার্চ ইঞ্জিন গুগলকে তিন মিলিয়ন রুবল বা ৪১ হাজার ডলার জরিমানা করেছে রাশিয়ার এক আদালত। দেশটিতে এ ধরনের অপরাধে গুগলকে জরিমানার ঘটনা এই প্রথম। জরিমানার বিষয়টি গুগল নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।


এর আগে রাশিয়ায় আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জরিমানা করার ঘটনা ঘটেছে।


স্টেট কমিউনিকশন্স নিয়ন্ত্রক রোসকোমনাদজর বলেন, অ্যালফাবেট ইনকরপোরেশন-ভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলকে ছয় মিলিয়ন রুবল জরিমানা করা হতে পারে। রাশিয়ায় গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার ডেটাবেসে সংরক্ষণ না করায় এই জরিমানা।

সূত্র : জি নিউজ

কোন মন্তব্য নেই