মাওয়া শিমুলিয়া ও বাঙলাবাজার রুটে বেলা ১২টা পর্যন্ত লঞ্চ চলবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাওয়া শিমুলিয়া ও বাঙলাবাজার রুটে বেলা ১২টা পর্যন্ত লঞ্চ চলবে

 

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ রোববার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত চলবে। পরবর্তী সিদ্ধান্ত পাওয়ার পর লঞ্চ চলাচল অব্যাহত থাকবে কিনা তা জানা যাবে।


শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এ কথা নিশ্চিত করেছেন।


এর আগে শনিবার দুই ঘণ্টার জন্য লঞ্চ চালুর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, রাতে দুই ঘন্টা ও রোববার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত মাদারিপুরের বাঙলাবাজার থেকে ফেরিযোগে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকাগামী হাজার হাজার মানুষের ঢল নেমেছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, এ নৌরুটে সকাল থেকে রাত পর্যন্ত ১৭টির মধ্যে ৪টি রোরো, ৪টি কেটাইপ মিলিয়ে ৮টি ফেরি সচল রেখে চলছে যাত্রী ও যানবাহন পারাপারে। যাত্রীদের মধ্যে ঢাকামুখি কর্মজীবি মানুষের প্রচণ্ড চাপ রয়েছে।

কোন মন্তব্য নেই