সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৩ টির বা ৬২.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এস আলমের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার এস আলমের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এস আলম ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৩ শতাংশ, তৌফিকা ফুডের ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৯৩ শতাংশ, নাহী অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৯০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯.৮৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের ৯.৬৮ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই