একসঙ্গে দুটি স্মার্টফোন ব্যবহারের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যেদিন নতুন ফিচারটি উন্মুক্ত করা হবে, সেদিন থেকে ব্যবহারকারীরা দুটি মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এখনো হোয়াটসঅ্যাপের মাল্টি-ডিভাইস ফিচার অপশন রয়েছে। এ ফিচারের আওতায় একজন ব্যবহারকারী চারটি ডিভাইস ও একটি মোবাইলে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে শুধু বেটা ব্যবহারকারীদের জন্য মাল্টি-ডিভাইস ফিচার চালু করা হয়েছে। ধীরে ধীরে সবার জন্য এ ফিচার চালু করা হবে বলে জানা গেছে।
নতুন ফিচার চালুর পর কোনো ব্যবহারকারী যখন প্রথমবারের মতো দ্বিতীয় মোবাইলে অ্যাকাউন্ট যুক্ত করবেন তখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি সিংক করবে। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পরবর্তী সময়ে যখন ব্যবহারকারী দ্বিতীয় মোবাইল ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করবেন তখন সার্ভার থেকে মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে। এজন্য ব্যবহারকারীকে মূল ফোনে ইন্টারনেট সংযোগ চালু করতে হবে না।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্মার্টফোন ও ট্যাবলেট দুই ডিভাইসের জন্যই এ ফিচার চালু করা হবে বলে জানা গেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা আইওএস ভার্সনের জন্য এ ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই