সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি


 
বিদায়ী সপ্তাহে (২৬-৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ওরিয়ন ফার্মার ক্লোজিং দর ছিল ৭৭ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৪ টাকা পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৪০ পয়সা বা ২৪.১৫ শতাংশ। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১৮.২৭ শতাংশ, লাফার্জ হোলসিমের ১৭.৭১ শতাংশ, আইসিব‘র ১৭.১৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.৫৬ শতাংশ, সিলভা ফার্মার ১৫.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪.৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ১৪.৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ১৪.৩৮ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই