বাংলালিংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এমওইউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলালিংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এমওইউ


সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের বাংলালিংক। এ চুক্তির ফলে বাংলালিংক ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিভিন্ন খাবারের মূল্যের ওপর আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবে।


বাংলালিংকের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ইন-চার্জ হোটেল অপারেশনস রেজওয়ান মারুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড বিজিনেস সাপোর্ট মো. কামাল হোসেইন মোরশেদ ও ডিরেক্টর মার্কেটিং ও বিজনেস প্রমোশনস মো. শহিদুস সাদেক।


এ চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাবের সিলভার, গোল্ড, প্লাটিনাম ও সিগনেচার টায়ার সদস্যরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস, অ্যাকোয়া ডেক ও অ্যাম্বার রুমের খাবারে ১০ শতাংশ এবং ক্যাফে সোস্যালে ২০ শতাংশ ছাড় পাবে। বিশেষ এ অফার উপভোগ করা যাবে ১০ জুলাই ২০২২ পর্যন্ত।

কোন মন্তব্য নেই