হোয়াটসঅ্যাপে স্থায়ীভাবে চ্যাট হাইড করবেন যেভাবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপে স্থায়ীভাবে চ্যাট হাইড করবেন যেভাবে


পরিবার, আত্মীয়, প্রিয়জন কিংবা কর্মক্ষেত্রের প্রয়োজনে অনেক সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয়। কিন্তু আগে ব্যবহারকারীরা কোনো কথোপকথন হাইড করতে পারতেন না। এখন থেকে ব্যবহারকারীরা তাদের পছন্দের কিংবা অপছন্দের কথোপকথন চ্যাট ফিড থেকে হাইড করে রাখতে পারবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।


এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত মেসেজ বন্ধ করে রাখতে পারবেন। কেউ বার বার মেসেজ দিলেও সেগুলো আর প্রধান চ্যাট লিস্টে দেখা যাবে না ও কোনো নোটিফিকেশনও আসবে না। আর্কাইভ ফোল্ডার নামে নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত কাউকে বা কোনো গ্রুপকে ব্লক না করে ইগনোর করতে পারবেন।


নতুন এ ফিচার চালু হওয়ার আগ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট আর্কাইভ করার সুবিধা দিলেও সেই গ্রুপ বা কন্ট্যাক্ট থেকে কোনো মেসেজ এলে সেটি মূল চ্যাট লিস্টে চলে আসত। জুলাইয়ে হোয়াটসঅ্যাপ আর্কাইভ করার নতুন এ ফিচার নিয়ে আসে। এর ফলে যতক্ষণ পর্যন্ত একজন ব্যবহারকারীরা নিজে থেকে চ্যাটটি আর্কাইভ থেকে না সরাচ্ছেন বা রিপ্লাই না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেগুলো মিউট থাকবে।


চ্যাট হাইড করার জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করে যে কনভারসেশনটি আর্কাইভ করার প্রয়োজন সেটি নির্বাচন করতে হবে। কনভারসেশন নির্বাচনের পর পিন, মিউট ও আর্কাইভ—এ তিনটি অপশন দেখা যাবে। সেখান থেকে আর্কাইভ আইকনে চাপ দিতে হবে। চ্যাট লিস্টের ওপরে আর্কাইভ সেকশন দেখা যাবে। সেখানে প্রবেশ করে ব্যবহারকারীরা যেকোনো সময় হিডেন চ্যাট দেখতে পারবেন। কোনো চ্যাট আর্কাইভ থেকে আলাদা করতে চাইলে নির্দিষ্ট চ্যাটে ক্লিক করে আনআর্কাইভ আইকনে চাপ দিতে হবে।

কোন মন্তব্য নেই