ফেসবুকের ৬ ঘণ্টার সমস্যায় জাকারবার্গের ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুকের ৬ ঘণ্টার সমস্যায় জাকারবার্গের ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি


সোমবার রাত থেকে (বাংলাদেশ সময়) ফেসবুক কার্যক্রম ডাউন হয়ে পড়েছিল। দীর্ঘ ৬ ঘণ্টার এ সমস্যার কারণে সামাজিক মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।


ব্লুমবার্গের খবরে আরো বলা হয়, ৬ ঘণ্টা পর ফেসবুক কার্যক্রম স্বাভাবিক করতে সক্ষম হয়। এ সময় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবাও পুনরায় চালু হয়। তবে, সাময়িক এ সংকটের কারণে শেয়ার বাজারে বড় ক্ষতির মুখে পড়েছে ফেসবুক।


ফোর্বস বলছে, এ ঘটনায় জাকারবার্গের সম্পদ ৫.৯ বিলিয়ন ডলার কমে মোট ১১৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।


ফেসবুকের সমস্যার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছে, যা তাদের ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে।


সমস্যা সমাধানের পর সবার কাছে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ। এক পোস্টে তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এখন অনলাইনে ফিরে এসেছে। এ সমস্যার জন্য আমি দুঃখিত। আমি জানি, আপনারা আপনাদের কাছের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আমাদের পরিষেবার উপর কতটা নির্ভর করেন।

কোন মন্তব্য নেই