লজিক বোর্ড রিপেয়ার প্রোগ্রাম বন্ধ করল অ্যাপল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লজিক বোর্ড রিপেয়ার প্রোগ্রাম বন্ধ করল অ্যাপল


আইফোন ৮-এর জন্য লজিক বোর্ড রিপেয়ার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ প্রোগ্রামের আওতায় অ্যাপল আইফোন ৮ ব্যবহারকারীদের বিনামূল্যে লজিক বোর্ড সারানোর সুবিধা দিয়ে থাকত। খবর আইএএনএস।


২০১৮ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রাম চালু করা হয়। ৮ সিরিজের যেসব স্মার্টফোনে ত্রুটিপূর্ণ লজিক বোর্ড ছিল, সেগুলো সারানোর জন্য এ প্রোগ্রাম চালু করেছিল অ্যাপল। টানা তিন বছর এ প্রোগ্রাম সচল ছিল। তবে এখন থেকে আর এ প্রোগ্রাম অফারে থাকবে না। ম্যাকরিউমরসের তথ্যানুযায়ী অ্যাপল তাদের ওয়েবসাইট থেকে এ প্রোগ্রাম সরিয়ে দিয়েছে বলে জানা গেছে।


অ্যাপলের তথ্যানুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত চীন, হংকং, ভারত, জাপান, ম্যাকাও, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ লজিক বোর্ড সংবলিত ফোন বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে। অ্যাপল সম্পূর্ণ বিনামূল্যে সেসব ফোন মেরামত করে দিয়েছে। যেসব ব্যবহারকারী আইফোন ৮ ব্যবহারে এ সমস্যার মুখে পড়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে


অ্যাপল সাপোর্টে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


বর্তমানে অ্যাপল আইফোন ১২ এবং ১২ প্রোতে থাকা সাউন্ড সমস্যা, আইফোন ১১-এর ডিসপ্লে পরিবর্তনসহ এয়ারপড প্রো ও আইপ্যাড এয়ারের রিপেয়ার প্রোগ্রাম চালু করেছে।

কোন মন্তব্য নেই