দিল্লিতে ব্রিজের নিচে বিমান আটকা
ভারতের রাজধানী দিল্লির একটি ফুট ওভারব্রিজের নিচে আটকা পড়ছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোড়ন তুলেছে।
ভিডিওতে দেখা যায়, পাখাবিহীন আটকা পড়া বিমানটির পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকেই জানান, বেশ কয়েকদিন ধরেই বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে আছে। বিমান পরিবহনের আগে রাস্তা ভালোমতো দেখে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকে।
মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ভিডিওটি শেয়ার করে এক ভারতীয় সাংবাদিক লিখেছেন, বিমানটি ভাঙারি হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আর এর সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই।
এদিকে, এয়ার ইন্ডিয়ার কাছ থেকে নিলামে বিমানটি কেনার পর রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বিমানটি ব্রিজের নিচে আটকা পড়ে বলে স্থানীয় ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, বিমানটির ব্যাপারে দিল্লি এয়ারপোর্টের কাছে কোনো তথ্য নেই। পরিবহনকালে ড্রাইভারের ভুলে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান ব্রিজের নিচে আটকা পড়ে।

কোন মন্তব্য নেই