বাজারে পতন ঘটাতে চেয়েছে ৫ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজারে পতন ঘটাতে চেয়েছে ৫ কোম্পানি


সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ মেগা কোম্পানি সূচক টেনে ধরে বাজারে বড় পতন ঘটাতে চেয়েছে। এই ৫ কোম্পনির দায়ে আজ বাজারের উত্থান বাধাগ্রস্থ হয়েছে। এই ৫ কোম্পানির কারণে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উর্ধ্বগতি কমেছে ৩৬ পয়েন্ট। কোম্পানিগুলো মধ্যে রয়েছে- ওয়ালটন, গ্রামীণফোন, আইসিবি, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং ররি আজিয়াটা লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্রমতে, আজ ওয়ালটন হাইটেক সবচেয়ে বেশি সূচককে টেনে ধরতে চেয়েছে। ডিএসইর সূচক টেনে ধরার ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১৪.৬০ পয়েন্ট। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২.০৭ শতাংশ। যে কারণে হিসাব মতো ডিএসইর সূচক টেনে ধরেছে ১৪.৬০ পয়েন্ট।



ডিএসইর সূচক টেনে নামানোর দ্বিতীয় কোম্পানি ছিল আইসিবি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে আজ ৪.৫৩ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ১১.৪৪ পয়েন্ট। একইভাবে গ্রামীণফোনের শেয়ার দর কমেছে ১.০৮ শতাংশ। এতে করে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০.৩৫ পয়েন্ট। লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার দর কমেছে ২.১৮ শতাংশ। এতে করে ডিএসইর প্রধান সূচক কমেছে ৪.৯৯ পয়েন্ট এবং রবি আজিয়াটার শেয়ার দর কমেছে ১.২৬ শতাংশ। এতে করে ডিএসইর প্রধান সূচক টেনে ধরেছে ৪.৮৯ পয়েন্ট।


এই ৫ মেগা কোম্পানির দায়ে আজ সূচক কমেছে ৩৬.২৭ পয়েন্ট। যা ডিএসইর সূচক বৃদ্ধির প্রায় দ্বিগুণ। অর্থাৎ আজ ডিএসইর সূচক যে পরিমাণ বেড়েছে তার দ্বিগুণ সূচক কমেয়েছে এই ৫ কোম্পানি। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। এই ৫ কোম্পানির দর না কমলে ডিএসইর সূচক আরও ৩৬ পয়েন্টের বেশি বাড়তো।

কোন মন্তব্য নেই