ফেসবুক শিশুদের ক্ষতি করে, গণতন্ত্রকে দুর্বল করে : সাবেক কর্মী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুক শিশুদের ক্ষতি করে, গণতন্ত্রকে দুর্বল করে : সাবেক কর্মী


সামাজিক মাধ্যম ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, বিভাজন বাড়ায়, গণতন্ত্রকে দুর্বল করে। ফেসবুকের সাবেক কর্ম ফ্রান্সিস হজেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ এনে একে নিয়ন্ত্রণ করতে বলেছেন মার্কিন আইনপ্রণেতাদের।


হুইসেলব্লোয়ার ফ্রান্সিস মঙ্গলবার মার্কিন সিনেট সাবকমিটিকে বলেন, ফেসবুক জানে যে তার ফটো-শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে কিশোরীরা ক্ষতিগ্রস্ত হয়, এর প্রডাক্টগুলো বিভাজন বাড়াতে ইন্ধন দেয়। কিন্তু তবুও প্রতিষ্ঠানটি এসব ব্যাপারে জনসাধারণকে বিভ্রান্ত করে।


তিনি বলেন, আমি এখানে এসেছি, কারণ, আমি বিশ্বাস করি যে ফেসবুকের পণ্যগুলো শিশুদের ক্ষতি করে, বিভাজনে ইন্ধন দেয়, আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।


তিনি বলেন, কংগ্রেসীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আপনাদের সহায়তা ছাড়া তারা এই সঙ্কটের সমাধান করবে না।


ফেসবুক ও তার প্রধান দুটি পরিষেবা ইনস্টাগ্রাম ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকার এক দিন পর তিনি এই বক্তব্য দিলেন।

কোন মন্তব্য নেই