ন্যাটো মহাসচিবের কড়া নিন্দা
ইউক্রেনে রাশিয়ার হামলার কড়া নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। এর মধ্য দিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে একে রাশিয়ার ‘বেপরোয়া হামলা’ বলে আখ্যায়িত করেছেন জেন্স স্টোলটেনবার্গ। টুইটে তিনি বলেন, এর ফলে অগণিত বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলে দেয়া হয়েছে। ইউরো-আটলান্টিক নিরাপত্তার জন্য ভয়াবহ এক হুমকিও এই হামলা। তিনি আরও বলেছেন, রাশিয়ার নতুন করে এই আগ্রাসনের জবাব কিভাবে দেয়া যাবে, তা নিয়ে মিটিং করবে ন্যাটো মিত্ররা।
কোন মন্তব্য নেই