রাশিয়ার ৫০ সেনা হত্যার দাবি ইউক্রেনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ার ৫০ সেনা হত্যার দাবি ইউক্রেনের


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের উত্তর ও দক্ষিণ অঞ্চল দিয়ে দেশটির অভ্যন্তরে প্রবেশ করে সেনারা। তবে রুশ আগ্রাসন চলাকালীন এরই মধ্যে কিয়েভ দাবি করেছে তারা রাশিয়ার ৫০ জন সেনাকে হত্যা করেছে। যদিও এই দাবি অস্বীকার করেছে মস্কো।


বৃহস্পতিবার ভোর থেকেই ইউক্রেনের কিয়েভ, খারকিভ, ওডেসা এবং অন্য শহরগুলোতে ট্যাংক ও বিমান হামলা চালায় রাশিয়া। এ সময় শহরগুলো থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশে ‘সামরিক আইন’ জারির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নাগরিকদের আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছেন।


ইউক্রেন সেনাবাহিনী জানায়, তারা পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছের একটি রাস্তায় চারটি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করেছে। লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ রুশ সেনাকেও তারা হত্যা করেছে।  


ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানায়, রুশ হামলায় দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের তিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। 


রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো অকার্যকর করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিস্ক্রিয় করে ফেলা হয়েছে।


রুশ সেনাবাহিনী জানায়, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী পূর্ব ইউক্রেনে 'অগ্রসর হতে' শুরু করেছে। এতে ওই অঞ্চলগুলোতে বসবাসকারী বেসামরিক লোকজনের ভয় পাওয়ার কিছু নেই। 


প্রসঙ্গত, বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে মস্কোর সেনারা।

কোন মন্তব্য নেই