ফ্লোর স্পেস কিনবে যমুনা ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফ্লোর স্পেস কিনবে যমুনা ব্যাংক

 

ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ রাজধানীর মতিঝিলে ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কাছ থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারে পাঁচটি গাড়ি পার্কিং সুবিধাসহ দ্বিতীয় তলায় আট হাজার ৬৯৫ বর্গফুট ফ্লোর স্পেস (এক দশমিক ৭৮ শতাংশ অবিভক্ত জমির মালিকানাসহ) কিনবে। এটি কিনতে নিবন্ধন ও অন্যান্য খরচ বাদে ৪২ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ব্যাংকটির এ সিদ্ধান্ত কার্যকর হবে।


২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৪৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ৬৫৩ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৪৮ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাত দশমিক ৮৭ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ৫৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪৩ দশমিক ০১ শতাংশ শেয়ার রয়েছে।

কোন মন্তব্য নেই