কিয়েভের দিকে এগোচ্ছে ৪০ মাইল দীর্ঘ রুশ বহর: মাক্সার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কিয়েভের দিকে এগোচ্ছে ৪০ মাইল দীর্ঘ রুশ বহর: মাক্সার


ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক গাড়ি বহর। কিয়েভের উত্তরাঞ্চলে ধারণ করা স্যাটেলাইট ছবিতে সোমবার দীর্ঘ এই বহর ধরা পড়েছে। মার্কিন বেসরকারি কোম্পানি মাক্সার এই ছবি ধারণ করেছে।


এর আগে মাক্সার জানায় কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে ১৭ মাইল (২৭ কিলোমিটার) দীর্ঘ রুশ সামরিক বহর। পরে কোম্পানিটি জানায় এটি ১৭ নয় ৪০ মাইল দীর্ঘ।ৱ


মাক্সার টেকনোলোজিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বেলারুশে অতিরিক্ত পদাতিক বাহিনী এবং ভূমিতে আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন থাকতে দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে এসব সামরিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই