ইউক্রেনে আটকা জাহাজের সব নাবিকদের উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেনে আটকা জাহাজের সব নাবিকদের উদ্ধার


ইউক্রেন-রাশিয়ায় যুদ্ধে অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকে থাকা সকল নাবিকদের উদ্ধার করা হয়েছে।


সকল নাবিকদের উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে নিশ্চিত করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।


আটকে পরা বাংলাদেশি জাহাজ রকেট বুধবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে হামলার হয়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) নামের একজন নিহত হয়েছে।


সুলতানা লায়লা হোসেন জানান, হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহসহ ২৯ জন ক্রু সদস্যকে হামলার শিকার জাহাজ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।


নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।


জানা যায়, গত ২৪ জানুয়ারি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের পৌঁছানোর যুদ্ধাবস্থা এড়াতে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় রকেট হামলার শিকার জাহাজটি জলসীমায় আটকে ছিলো।

কোন মন্তব্য নেই