হোয়াটসঅ্যাপে ইমোজি রিঅ্যাকশন ফিচার উন্মুক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াটসঅ্যাপে ইমোজি রিঅ্যাকশন ফিচার উন্মুক্ত


এক মাস পরীক্ষা-নিরীক্ষার পর সব ব্যবহারকারীর জন্য ইমোজি রিঅ্যাকশন ফিচার উন্মুক্তের ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা ছয়টি ইমোজির মাধ্যমে মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন। খবর এনগ্যাজেট।


ছয়টি ইমোজি হলো থাম্বস আপ, রেড হার্ট, ফেস উইথ টিয়ার অব জয়, ফেস উইথ ওপেন মাউথ, ক্রাইং ফেস ও ফোল্ডেড হ্যান্ডস। ইমোজি রিঅ্যাকশনের পাশাপাশি মেসেজিং প্লাটফর্মটি ২ জিবি ফাইল শেয়ারিং এবং গ্রুপ সদস্য ৫১২ জনে উন্নীত করার ফিচারও চালু করেছে।



মেসেজ রিঅ্যাকশনের সঙ্গে ফাইল শেয়ারিংয়ের নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা বর্তমানে ২ জিবি ফাইল আদান-প্রদান করতে পারবেন, যা আগের ১০০ মেগাবাইটের তুলনায় ২০ গুণ বেশি। এক বিবৃতিতে ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি জানায়, বড় ভিডিও ফাইল পাঠানোর পাশাপাশি স্কুল ও ছোট ব্যবসায়িক গ্রুপকে সহযোগিতার উদ্দেশ্যেই এ ফিচার আনা হয়েছে।

কোন মন্তব্য নেই